জিবিনিউজ 24 ডেস্ক //
আসছে ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’। এ ছবিতে আইটেম গানে পারফর্ম করেছেন মডেল-অভিনেত্রী চমক তারা। ইতোমধ্যে ‘পিরিতের বাজার ভালো না’ শীর্ষক গানটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে উত্তাপ ছড়াচ্ছেন চমক।সবাই ট্রেলার দেখে খুব খুশি হয়েছে।
এ প্রসঙ্গে চমক তারা বলেন, এর আগে আমার নয়টি আইটেম গান মুক্তি পেয়েছে। এটি হতে যাচ্ছে দশম কাজ। আশা করি দর্শকের গানটি ভালো লাগবে। গানটির নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু।
চমক বলেন, আমরা কষ্ট করে কাজ করি দর্শকের জন্য। তারা যদি হলে গিয়ে ছবি দেখেন তাহলে আনন্দ পাই। আর আমার জোড়া ভক্ত আছেন তারা অবশ্যই আগামী ১৯ ফেব্রুয়ারি ‘পাগলের মতো ভালোবাসি’ দেখবেন। আপনারা হলে গিয়ে ছবি দেখলে আমাদের কাজের সার্থকতা হবে।
প্রসঙ্গত, চমকের প্রথম ছবি ‘মা বাবার সন্তান’ তারপর মুক্তি পাই মাস্তান পুলিশ। মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি ছবি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন