আমার মতো দক্ষ অভিনেত্রী পৃথিবীতে নেই: কঙ্গনা

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

কখনো নিজেকে ঘিরে মন্তব্য কখনো আবার নেট দুনিয়ায় পরিস্থিতি নিয়ে বিতর্কের ঝড় মাঝে মধ্যেই ভাইরাল হয়ে ওঠেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবারো তার ব্যতিক্রমণ হলো না। নিজের ট্যালেন্ট নিয়ে মুখ খুলতেই আবারো নেট দুনিয়ায় ট্রল কঙ্গনা।

মঙ্গলবারই (৯ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছিলো অভিনেত্রীর আগামী ছবি ধক্করের ঝড়। কীভাবে সেটে তিনি পরিশ্রম করছেন, তার এক ঝলক তুলে ধরেছিলেন কঙ্গনা।

 

এরপর কয়েকঘণ্টা কাটতে না কাটতেই মুখ খুললেন বলিউড কুইন। জানালেন, যেভাবে নিজেকে গড়ে নিয়েছেন তিনি, যেভাবে নিজের দক্ষতা ফুঁটিয়ে তুলেছেন তিনি, গোটা পৃথিবীর অভিনেত্রীদের সেই দক্ষতা আছে কি না সন্দেহ। তিনি হলেন র-ট্যালেন্ট।

এখানেই শেষ নয়, এরপর তিনি বলেন, তিনি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সকলকে, যেভাবে তিনি দক্ষতার পরিসর বাড়িয়েছি, যে দক্ষতা দেখিয়েছি, তা যদি এই পৃথিবীর কোনো অভিনেত্রী দেখাতে পারে, তবে তিনি তার অ্যারগেন্স ঝেড়ে ফেলবেন।

সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার রাতে হওয়া এই ব্যাক টু ব্যাগ পোস্ট-এ মুহূর্তে ভাইরাল হয়ে উঠলেন কঙ্গনা। নিজেকে তুলনা করে বসলেন দেবীর সঙ্গে। ইনস্টা পোস্টে লিখলেন, তাকে ধক্কর ছবিতে বলা হয় অগ্নি গার্ল। কিন্তু কঙ্গনার কথায় এই রূপ হলো দেবীশক্তির ভৈরবী লুক, মৃত্যুর দেবী।

এরপরই শুরু হয় সোশ্যাল পোস্টের ঝড়। কঙ্গনার পোস্ট দেখা মাত্রই ভক্তমহলের ঠিক কী প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়ে মিমে ভরতে থাকলো সোশ্যাল মিডিয়ার পাতা। মুহূর্তে ছড়িয়ে পড় মনোবিদদের নম্বরও। ভারতে ঠিক কারা কারা উচ্চমানের মনোবিদ, নেট দুনিয়ার একাংশ আবার সেই যোগাযোগও দিলেন কঙ্গনার উদ্দেশ্যে।

বর্তমানে কঙ্গনা ‘ধক্কর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। পুরো দমে চলছে এই ছবির শুটিং। থালাইথি হোক বা ধক্কর, নিজের পরিশ্রম ও দক্ষতা নিয়ে কঙ্গনার এই গর্ব বোধই আরো একবার বয়কটের ডাক উসকে দিলো নেটবাসীদের মনে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন