মুক্তির অপেক্ষায় পরীমনির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

ঢাকার সিনেমার দর্শকনন্দিত নায়িকা পরীমনি। চলচ্চিত্র ক্যারিয়ারের নানা সময় নতুন নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর নতুন বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নন্দিত তারকা। নতুন খবর হলো তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র ডাবিং শেষ হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। তিনি বলেন, সম্প্রতি আমরা ছবিটির ডাবিংয়ের কাজ শেষ করেছি। আগামী সপ্তাহে ছবিটি তথ্য মন্ত্রণালয়ে জমা দিবো। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে।

 

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম-পরীমনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিলো ‘নসু ডাকাত কুপোকাত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

প্রসঙ্গত, গেলো বছর সিয়াম আহমেদ-পরীমনি জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ বেশ ব্যবসা সফল হয়েছে। এখনো সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন