জিবিনিউজ 24 ডেস্ক //
টালিউডে লেগেছে বিয়ের ধুম। একের পর এক তারকাদের বিয়ে হচ্ছে বেশ ধুমধাম করেই। সম্প্রতি বিয়ে সম্পন্ন হয় অভিনেতা নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহার। অপরদিকে ওম সাহানি ও মিমি দত্ত বিয়ে করেন। আর সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
জানুয়ারি মাসের মাঝামাঝি সময় বিয়ের পিঁড়িতে বসেন তারকা সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ত্বরিতা চট্টোপাধ্যায়। ডিসেম্বরের শেষের দিকে গাঁটছড়া বাধেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। এরকম বিয়ের মৌশুমে এবার চুপিচুপি কী বিয়ে সেরে ফেললেন তনুশ্রী চক্রবর্তী? কাউকে কিছু বুঝতে না দিয়ে একেবারে বিয়ে করে ফেললেন তনুশ্রী!
রোববার (৭ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তনুশ্রী। এরপর জোর জল্পনা শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তনুশ্রীর কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র। আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ওই ছবিতে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী লিখেছেন, শেষমেশ বিয়ে করে ফেললি, ডাকলি না।
তবে সত্যিই বিয়ে করে ফেললেন তনুশ্রী? না তিনি বিয়ে করেননি। সেটি কোনো ছবির প্রমোশনের ছবি। আর তা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন