জিবিনিউজ 24 ডেস্ক //
বয়স যেন সংখ্যা মাত্র তার কাছে। এক সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে নাম ছিলো উর্মিলা মাতন্ডকরের। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ৪৭’তে পা দিলেন অভিনেত্রী। বয়সের লুকোচুরি একদম না পছন্দ বলিউডের ‘রঙ্গিলা’ গার্লের।
এক সাক্ষাৎকারে অভিনেত্রীর স্পষ্ট কথা, যারা তাকে আন্টি (কাকিমা) বলে ট্রল করেন তিনি তাদের হাতজোড় করে বলেন, যদি ‘এটা বলার মধ্যে দিয়ে তোমরা খারাপ অনুভব করানোর চেষ্টা করো, আমি মোটেই খারাপ বোধ করি না।
উর্মিলার কথায়, প্রতিটা বছর যখন আমাদের জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন সেটা আমার জীবনকে আরো পরিণত করে তুলছে, এটা আনন্দদায়ক!
উর্মিলা জানিয়েছেন, বছর অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে চলতে হবে। ‘যারা জীবনের সঙ্গে আপোস করে চলতে পারছেন তাঁরা হয়তো দুঃখ বোধ করছেন, তাঁদের বিষয় কিছু বলার নেই। সত্যি বলতে, জীবন আমার সামনে যা যা এনে রেখেছে সেই নিয়ে ব্যস্ত আমি’, জানালেন নব্বইয়ের দশকের সাড়া জাগানো এই নায়িকা।
উর্মিলার কথায়, তিনি বড় করে জন্মদিন পালনের পক্ষপাতী নন। বরং তিনি অন্যের জন্মদিন পালনে, পরিকল্পনা তৈরিতে বেশি উৎসুক। ছোট থেকেই তিনি এবং তার ভাই সামাজিক কাজের সঙ্গে যুক্ত। জন্মদিনের দিন তারা যা টাকা পেতেন উপহার হিসেবে সেগুলো বাবা-মায়ের কথায় মহারাষ্ট্রের বিভিন্ন আশ্রম ‘বাবা আমতে’, ‘আনন্দভন’ অথবা স্বেচ্ছাসেবী সংস্থায় দান করে দিতেন।
তিনি বলেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে জন্মদিনটাও আর এক নেই। উর্মিলা বললেন ‘সত্যিই সময় নেই! আমাকে দিওয়ালিতে কাজ করতে হতো, নতুন বছরের দিন কাজ করতে হতো, সবকিছুতে। এই দিনে এটা দারুণ আনন্দদায়ক, আমার ভক্তরা আমার গান বাজিয়ে আমার জন্মদিন উদযাপন করছে। আমাকে মনে করে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছে। এমনকি এই সাক্ষাৎকারটাও আমি আমার ভক্তদের জন্য করছি কারণ তাদের বলে বোঝাতে পারবো না তাদের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ’।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন