ওয়েবসাইট ডিজাইনে নিত্য নতুন ডিজাইন নিয়ে আসছে থিমসবাজার

প্রেস বিজ্ঞপ্তি || GBnews24.com ||
ওয়েবসাইট ডিজাইনে নিত্য নতুন ডিজাইন নিয়ে আসছে থিমসবাজার। থিমসবাজার হলো পপুলার আইটির একটি সহযোগী প্রতিষ্ঠান। থিমসবাজারে রয়েছেন অনলাইন নিউজপোর্টাল, অনলাইন টেলিভিশন, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট ও ই–কমার্স ওয়েবসাইট তৈরীর বিভিন্ন ডিজাইন। যা ডাউনলোড করে খুব সহজেই ওয়েবসাইট গুলো তৈরী করা যাবে। ওয়েবসাইট গুলো কাস্টমাইজেশন করার জন্য রয়েছে বাংলা ভিডিও টিউটোরিয়াল।
থিমসবাজার ও পপুলার আইটির প্রতিষ্ঠাতা, সিইও মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, যারা কোডিং করতে জানেন না। তাদের প্রতি লক্ষ করেই আমরা থিমসবাজার তৈরী করেছি। আমাদের থিমসগুলো ব্যাবহার করে কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরী করতে পারবে সবাই। সবার জন্য রয়েছে বাংলা ভিডিও টিউটোরিয়াল, যা দেখে দেখে ওয়েবসাইট তৈরী করা সম্ভব হবে।
বিশেষ করে বিগেইনার লেভেলের ডিজাইনাররা আমাদের থিমসগুলো ব্যবহার করে লাভবান হবেন। শুধু থিমস বিক্রি নয়, পপুলার আইটি ডোমেইন রেজিষ্ট্রেশন, ওয়েব হোস্টিং, ভিপিএস সার্ভার ও ডেডিকেটেড সার্ভার বিক্রি করে আসছে।
থিমসবাজারের সেবা পেতে যোগাযোগ করতে পারেন, থিমসবাজার, রুম নং– ৩৯৪, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স (৪র্থ তলা), মিরপুর–১, ঢাকা। ওয়েবসাইট : www.themesbazar.com, মোবাইল : ০১৭৩২–৬৬৭৩৬৪, ০১৭৫৩–৮৪২৮৪২।