মৌলভীবাজার জুড়ী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

gbn

জিবি নিউজ ডেস্ক ।।

মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (১ ফেব্রুয়ারি) উপজেলার প্রাণকেন্দ্র জুড়ী নদীর দুই পাশের অবৈধ দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. অাখতারুজ্জামান, সাব অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাউবোর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো অাখতারুজ্জামান এ প্রতিবেদককে জানান,
ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিল্ডিং, ঘরবাড়ি স্থাপন করা হয়েছে।এতে করে নদীর দুই পাশ ভরাট হয়ে ছোট হয়ে আছে।অবৈধস্থাপনা গুলো উচ্ছদের জন্য অনেকবার দখলদারদেরকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। সরকারের সম্পদ উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের।পাশাপাশি যেগুলো লিজ দেওয়া আছে তাদেরকে উচ্ছেদকরা হবেনা।এসব অবৈধ বসতবাড়ি, দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে নদীর পাশ সংস্কার করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন