মৌলভীবাজার ||
মৌলভীবাজার শাহমোস্তফা রোডস্থ খালেদা রাব্বানীর বাসার সামনে থেকে একটি বাকপ্রতিবন্ধী শিশুকে উদ্ধার করেছে জিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক রুবেল আহমেদ। শহরের শাহমোস্তফা রোডে বাকপ্রতিবন্ধী ছেলেটির আচার-আচরণ দেখে ছেলেটিকে আটক করে তার সাথে দীর্ঘ সময় কথা বলে সঠিক কোন জবাব পান নি রুবেল আহমেদ।
ছেলেটির সাথে কথা বল্লে সে বলে তার নাম কয়েস। বাবার নাম জানতে চাইলে সে বলে তার বাবা তাকে ছেড়ে দিয়েছে, সে তার বাবাকে চিনে না। মায়ের নাম বলে হাসিন। সে বলে গতকাল সিলেট থেকে পায়ে হেঠে মৌলভীবাজার এসেছে। সারারাত সে মৌলভীবাজার শহরে রাস্তার পাশে কাটিয়েছে।
এমতাবস্থায় মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অসি ইয়াসিনুল হক কে ফোন কলের মাধ্যমে বিষয়টি জানান সাংবাদিক রুবেল আহমেদ। পরে ইয়াসিনুল হক বলেন ছেলেটিকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে ডিউটিরত অফিসার এসআই অঞ্জনার কাছে দিয়ে আসার জন্য। ছেলেটিকে এসআই অঞ্জনার হাতে থুলে দেন সাংবাদিক রুবেল আহমেদ। পরে তাদের জিঙ্গাসাবাদে ছেলেটি বলে তার নাম কয়েস, বাবার নাম আশিক, মায়ের নাম হাসিনা। ছেলেটি একবার বলতেছে তার বাড়ি সিলেটে আবার বলতেছে রাজনগর, আবার বলতেছে মৌলভীবাজার সদর থানার খাসারিবাজার হামিদা চা বাগানে।
সে আরও বলে তার বাবা সিএনজি চালান।তাকে গতকাল নাকি মৌলভীবাজার ছেড়ে চলে গেছেন। তার তিন ভাই ও চারবোন। বিবাহিত চার বোনদের নাম আয়শা,রায়না,শায়না ও সুমি। সে এবং তার শত ভাই মিলে তিনজন। এক ভায়ের নাম নাজমুল, রাজমিস্ত্রি কাজ করে, আর এক ভাই জুনায়েদ, ব্যাংকে চাকরী করে।
ছেলেটির বয়স আনুমানিক তেরো বছর।
ছেলেটিকে বর্তমানে মৌলভীবাজার মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন