মিমির জন্য পাত্র খুঁজছেন নুসরাত, পায়েল, তনুশ্রীরা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের জন্য পাত্র খুঁজছেন একই অঙ্গনের আরেক সাড়া জাগানো অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহান! ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নং ১’-এর মঞ্চে এমনটাই জানালেন নুসরাত।

মিমি চক্রবর্তীর সাথে নুসরাত জাহানের ‘অন্তপ্রাণ’ বন্ধুত্বের কথা সকলেরই জানা। রিল থেকে রিয়েল লাইফেও তাদের সম্পর্ক দারুণ। এবার ‘দিদি নং ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন টলিউডের এই দুই নায়িকা। আর সেখানেই নুসরাতের মুখে শোনা গেল, তিনি বিয়ের পাত্র খুঁজছেন মিমির জন্য।

 

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে জি বাংলার পর্দায় হাজির হন টলিউডের প্রথমসারির পাঁচ নায়িকা। এ যেন চাঁদের হাট। নানা রকম মজার খেলার সাথে জমিয়ে আড্ডা, জানা গেল তারকাদের জীবনের নানা অজানা কথাও।

মিমি-নুসরাত ছাড়াও সবার প্রিয় ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে হাজির ছিলেন পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্তীও।

অনীক ধরের গান যেন সেই আড্ডাকে আরও জমিয়ে দিল। কৌতুকশিল্পী অভিনেতা কাঞ্চন মল্লিকের উপস্থিতিও উল্লেখ্য। কারণ, কাঞ্চন থাকা মানেই যে কিছু মজাদার সব মুহূর্ত।

এই অনুষ্ঠানে সবুজ রঙের সালোয়ার কুর্তায় মিমি এবং নুসরত হাজির হয়েছিলেন নীলাম্বরী শাড়িতে। পায়েল পরেছিলেন হলুদ রঙের লম্বা গাউন। ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরে নজর কেড়েছেন তনুশ্রী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন