Bangla Newspaper

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবসে আলোচনাসভা

0 649

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে জাতীয় মহিলা সংস্থা,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে শহরের পাঠানপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে সংস্থার জেলা চেয়ারম্যান আ্যাড.ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাল্য বিয়ের শিকার সংস্থার কম্পিউটর ইন্টার্নী একাদশ ¤্রণেীর শিক্ষার্থী মারুফা ইয়াসমিন,দর্জি ট্রেড প্রশিক্ষনার্থী নাসরীন সুলতানা ও নকশী কাঁথা ট্রেড প্রশিক্ষনার্থী রিনা বেগম। এই তিনজন তাদের বিভিষীকাময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও বাল্য বিয়ের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন, সংস্থার সহকারী কম্পিউটার প্রোগ্রামার তাসরীন সুলতানা,নকশী কাঁথা ট্রেড প্রশিক্ষক সেনোরা খাতুন,সহ প্রশিক্ষক খরশীদা খুশী,দর্জি ট্রেড প্রশিক্ষক রেহেনা ইয়াসমিন, আইটি ট্রেড প্রশিক্ষক রেহনাজ বন্যা প্রমুখ।

Comments
Loading...