জিবিনিউজ 24 ডেস্ক //
সুদানের দারফুরে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) দেশটির সরকারি বার্তা সংস্থা সুনা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, গতকাল (শনিবার) আল-জিনিনায় মিলিশিয়াদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ এ পৌঁছেছে। শনিবার সকাল থেকে রক্তপাতের ওই ঘটনা এখনও চলছে, যাতে আরও ৯৭ জন আহত হয়েছে।
শনিবার আল-জিনিয়াতে মাসালিত উপজাতির সঙ্গে আরব যাযাবরদের সংঘর্ষ হয়।
সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক শনিবার এক টুইটে জানিয়েছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিম দারফুরে উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছেন। এই দলে নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৩ সালে দারফুরে ছড়িয়ে পড়া সংঘাতে প্রায় তিন লাখ মানুষ নিহত হয় এবং বাস্তুচ্যুত হয় ২৫ লাখ মানুষ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন