যেখানেই যাক বাংলাদেশ ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল : পোলক

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই বাংলাদেশ দলের ওয়ানডে শক্তিমত্তা নিয়ে আভাস দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক। তিনি বললেন, ‘অবশ্যই। বাংলাদেশ যেখানেই যাক, তারা ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ‘
শন পোলক আরো বলেন, ‘যেসব উইকেট আপনি পাবেন, সেগুলোও হয়তো ফ্ল্যাট হবে। কিম্বার্লি, পার্ল, ইস্ট লন্ডন, পচেফস্ট্রুম, ব্লুমফন্টেইন- সবগুলো উইকেটই ফ্ল্যাট। সবগুলোই ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট। ‘
১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে, ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ওয়ানডে এবং ইস্ট লন্ডনে ২২ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ ছাড়াও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এই দুই দল। ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। আর ২৯ অক্টোবর পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।