মিথিলার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করিনি: তাহসান

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ও মিথিলা ছিলেন অন্যতম আলোচিত তারকা জুটি। তাদের ১১ বছরের সংসার তিন বছর আগে ভেঙে গেলেও এখনও তাদের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে বলে জানিয়েছেন তাহসান রহমান খান।

ডিসেম্বরের শেষদিকেই মেয়ে আয়রাকে নিয়ে ঢাকায় এসেছিলেন মিথিলা। তখন বাবার কাছে এসে খুনসুটিতে মেতে ওঠে আয়রা। মিথিলা এখন সৃজিত মুখার্জির ঘরণী হলেও তাহসানের সঙ্গেও বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর তাদের বন্ধনের মূলসূত্রের মতো কাজ করছে তাদের প্রিয় কন্যা আয়রা।

 

সৃজিত মুখার্জিও দারুণভাবে জয় করে নিয়েছেন আয়রার মন। সেখানে ভালো আছেন মিথিলাও। আর তাই সৃজিতকেও পছন্দ করেন তাহসান। শুধু ব্যক্তি সৃজিত নয়, নির্মাতা সৃজিতকেই টলিউডে সবার আগে এগিয়ে রাখেন তাহসান। এরপর রাজ চক্রবর্তীর নির্মাণেরও প্রশংসা করেন বাংলাদেশের ছোটপর্দার এ জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তাহসান।

মিথিলার সঙ্গে বন্ধুত্বটা কীভাবে বজায় রেখেছেন? এমন প্রশ্নের উত্তরে কিছুটা ভেবে তাহসান বলেন, ‘এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন। আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষ-গুণ আছে। আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দুজনেই খুব ভালবাসি। আমার মেয়ের মায়ের নামে তাই একটি শব্দও খারাপ বলব না। আমি মনে করি, আমরা দুজন আলাদা থেকেও আয়রাকে সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ করে দিতে পারি। ’

‘এছাড়াও বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গেছে। তখন আমার জীবনের কঠিন সময় ছিল। কিন্তু আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ,’ যোগ করেন তাহসান।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন