নতুন খবর দিলেন সাইমন

gbn

    জিবিনিউজ 24 ডেস্ক //

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। এরই মধ্যে শেষ করেছেন মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘কাজের ছেলে’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ ও কমল সরকারের ‘দায়মুক্তি’ সিনেমার কাজ। সম্প্রতি সাইমন প্রথমবারের মতো কাজ করলেন একটি বিজ্ঞাপন চিত্রে।

এদিকে নতুন বছরে নতুন খবর দিলেন সাইমন। তিনি কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘টেলি সিনে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২১’তে জুরি বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বিষয়টি নিশ্চিত করে সাইমন সাদিক বলেন, এটা খুবই আনন্দের প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য হলাম। দারুণ কিছু অভিজ্ঞতার অপেক্ষায় আছি। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেক মেধাবী মানুষের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে।

জানা গেছে, এই উৎসবটি আয়োজন করছে ‘দ্য টেলি সিনে সোসাইটি’। এই মুহূর্তে চলছে শর্ট ফিল্ম জমাদান প্রক্রিয়া। জমা দেয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। এখানে প্রতিটি চলচ্চিত্রকে অবশ্যই ২০ মিনিটের মধ্যে শেষ হতে হবে। প্রতিযোগিতায় সেরা ১০টি চলচ্চিত্রকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন