ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

gbn

    জিবিনিউজ 24 ডেস্ক //

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। প্রেম-বিবাহবিচ্ছেদের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি। গত ২ জানুয়ারি জানা যায়, প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি। প্রেমিকা দামিনি ঘোষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিমন্যু জানান, তাদের প্রেমের তিন বছর পূর্ণ হলো।

দামিনি ঘোষ পেশায় একজন মডেল। তার ইনস্টাগ্রাম আকাউন্ট ঘুরে তেমনটাই জানা যায়। তিনিও অভিমন্যুর সঙ্গে তোলা ছবি শেয়ার করে তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। তারপর বিষয়টি নিয়ে তৈরি হয় দারুণ সমালোচনা। অভিবাদন জানানোর পাশাপাশি অনেকের কটাক্ষের মুখে পড়েন অভিমন্যু। কিন্তু এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী। অবশেষে ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

 

 

শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—‘‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে, ‘মানুষের নোংরা মানসিকতার জন্য আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিন শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।’’

ছেলের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরস্পরের কাছে সবকিছু শেয়ার করেন তারা। আর বাস্তবতা কম দেখেননি তারা। তাই মা-ছেলে কোনো ধরনের নেতিবাচক মন্তব্যে কর্ণপাত করেন না। শ্রাবন্তীর ভাষায়—‘জীবনে যাই আসুক নিজের কাজ দিয়ে নিজের উজ্জ্বলতা বজায় রাখতে হয়।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন