জিবিনিউজ 24 ডেস্ক //
কী বলা যায় একে, ডুবন্ত সেলফি? তেমনই সম্ভবকে সম্ভব করে দেখালেন গায়িকা মোনালি ঠাকুর।
জলে ডুবতে ডুবতে এই সেলফি দেখে ভয় হবে না মজা, তা নিয়ে একটু সংশয়ে নেটাগরিকরা। তবে এক ঘণ্টার মধ্যে সাড়ে ২৪ হাজারের বেশি লাইক দেখে বোঝা যাচ্ছে, মানুষের নজর আটকাচ্ছে এই ছবিটিতে।
পরিবারের সঙ্গে দুবাইয়ে বেড়াতে গিয়েছেন মোনালি। এর আগেই সমুদ্রসৈকতের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। কোথাও সিক্ত অবস্থায় সেলফি তুলছেন। কোথাও বা বালিতে শীর্ষাসন। কোনওটায় আবার সমুদ্রের দামাল হাওয়ায় প্রাণভরা নিঃশ্বাস নিচ্ছেন তিনি। তবে এই ছবিটা যে সদ্য তোলা ছবির তালিকার মধ্যে সেরা জায়গা পেয়েছে, তা খোদ গায়িকাই জানালেন।
ছবিতে দেখা যাচ্ছে, মোনালির গলা পেরিয়ে গিয়েছে সবুজ জল। যেন এই ডুবে গেলেন বলে! কিন্তু চোখে মুখে আনন্দ মোনালির। গোল গোল চোখ জ্বলজ্বল করছে। হাসছেন তিনি। ফোন তাক করেছেন নিজের দিকে। আর খ্যাচাক! উঠে গেল সেলফি। না না, ভয়ের কিছু নেই। সুস্থ আছেন তিনি। না হলে ছবিটি পোস্টই বা কী ভাবে করবেন? পোস্ট করে ক্যাপশনে জানিয়ে দিলেন, এই ছবিটিই তাঁর সবথেকে পছন্দের সেলফি। ‘ডুবতে ডুবতেও সেলফি তুলতে ভুলিনি আমি। দক্ষতা লাগে! বছরের শেষ দিন সকলের ভাল কাটুক!’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন