আধুনিক মার্কিন সুপার হারকিউলিস সামরিক বিমান কিনবে ভারত

সি-১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট কেনার ব্যাপারে সম্মতি জানালো ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রণালয়। জানা গেছে, প্রায় ৯০০ কোটি টাকা খরচ করে এই নতুন ইয়ারক্রাফটটি কিনতে চলেছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে ভারতের কাছে থাকা সি-১৩০ জে সুপার হারকিউলিস এয়ারক্রাফটটি ২০১৪ সালে মহরার সময় ধ্বংস হয়ে যায়। যেখানে চার বায়ুসেনা অফিসারসহ মৃত্যু ঘটেছিল প্রায় পাঁচজন বিমান সদস্যের।
জানা গেছে, ইতোমধ্যে ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল ইতিমধ্যেই সম্মতি দিয়েছে এই সামরিক বিমানটি ক্রয় করার বিষয়ে। এরপরে ২০১০ সালে ছয়হাজার কোটি টাকার বিনিময়ে আমেরিকার থেকে ছয়টি সি-১৩০ জে সুপার হারকিউলিস সামরিক বিমান কিনেছিল ভারত। যাদের মধ্যে একটি ধ্বংস হয়েছিল ২০১৪ সালে। তবে এবার আরও আধুনিক হারকিউলিস বিমান কিনতে চলেছে ভারত।