জিবিনিউজ 24 ডেস্ক //
রোশন সিংহের দু’টো পোস্ট কি ছুঁয়ে গেলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে? বুধবার (২৩ ডিসেম্বর) সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন। তার পরেই বুধবার রাতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার হয় অভিনেত্রীর তরফ থেকে।
ঠোঁটে আঙুল রেখে শ্রাবন্তী চুপ থাকার ইশারা করছেন কাকে? ক্যাপশনের কথাও যথেষ্ট অর্থপূর্ণ, ‘বুঝেছি, তুমি নীরবতার মানে বুঝতে শুরু করেছো। এর থেকে শিক্ষাও নিচ্ছো। নীরবতারও নিজস্ব অর্থ এবং আলাদা মাত্রা রয়েছে’।
ক্যাপশনের মাধ্যমেই অভিনেত্রী যেন বুঝিয়ে দিলেন, এতোদিন ধরে রোশনের যাবতীয় কটাক্ষ, কটূক্তির নীরব প্রতিবাদ জানিয়েছেন তিনি। যা রোশনের চোখ খুলে দিয়েছে।
শুরুতে রোশন সিংহের তরফ থেকে যতোটা তর্জন-গর্জন ছিলো, গত তিনদিনে সে সব অনেকটাই স্তিমিত। তিনদিন আগে রোশন তার ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, ‘মাই কণ্ডিশন’। অর্থাৎ, শ্রাবন্তী বিনা তিনি সত্যিই বড় একা?
এর পরেই বুধবার শেয়ার করেন আরো একটি পোস্ট। সেখানে রোশন আর সুশান্ত এক স্ক্রিনে। সুশান্তের ছবিটিও যথেষ্ট অর্থপূর্ণ। প্রয়াত তারকার চোখে জল, ঠোঁটে ব্যথার হাসি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছাড়া কোনো পক্ষই আলাদা করে মুখ খোলেননি। তবে রোশনের পোস্টের পরে শ্রাবন্তী কী বদলাবেন?

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন