অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মন্তব্য ভাইরাল, বিতর্কের মুখে যশ!

gbn

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার কেন্দ্রে দক্ষিণী মেগাস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’। ছবির বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে।

বিতর্কের সূত্রপাত ট্রেলারের একটি দৃশ্য থেকে। রণক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে।

খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের দৃশ্যের মাঝে এমন যৌনঘনিষ্ঠ মুহূর্ত কেন ব্যবহার করা হলো—তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

 

সমালোচকদের একাংশের দাবি, এই দৃশ্যটি কেবল দর্শক টানার কৌশল, যা নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গিকেই উসকে দেয়। কেউ কেউ আবার দৃশ্যটি অনলাইন থেকে সরিয়ে নেওয়ার দাবিও তুলেছেন।

Toxic: Who is Beatriz Taufenbach? Know all about actress in intimate  cemetery scene with Yash

এই বিতর্কের মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে যশের একটি পুরনো সাক্ষাৎকার।

সেখানে তিনি বলেছিলেন, ‘আমি এমন কোনো দৃশ্যে অভিনয় করব না, যা আমি আমার বাবা-মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।’ 

 

ট্রেলারের বর্তমান দৃশ্যের সঙ্গে এই মন্তব্যের সাংঘর্ষিকতা তুলে ধরে নেটিজেনদের একাংশ যশকে ‘দ্বিমুখী’ বলেও আক্রমণ করছেন।

তবে পাল্টা যুক্তিও রয়েছে। যশের ভক্তদের মতে, সময়ের সঙ্গে শিল্পীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াই স্বাভাবিক।

আবার অনেকের দাবি, পুরো সিনেমা না দেখে একটি দৃশ্যের ভিত্তিতে বিচার করা অনুচিত।

 

তারকাবহুল ‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন কিয়ারা আদভানী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও নওয়াজউদ্দীন সিদ্দিকীর মতো জনপ্রিয় তারকারা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন