লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে আপ্লুত ভক্তরা

gbn

প্রায় ৩০ বছর পরেও বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান ও কাজল। লন্ডনের লেস্টার স্কোয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসা।

ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান; দুজনেই হাসিমুখে এবং আনন্দিত। তাদের পেছনেই ভাস্কর্যটি স্পষ্টভাবে দৃশ্যমান। ভাস্কর্যটি কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ–এর বিখ্যাত পোজে তৈরি।

কাজল সাংবাদিকদের বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য। ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো স্মৃতিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছে। ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই আশ্চর্যজনক।’

শাহরুখ খান মন্তব্য করেন, ‘আমরা সিনেমাটি পুরো হৃদয় দিয়ে করেছি। এটি এমন একটি ভালোবাসার গল্প, যা সব বাধা পার করতে পারে। হয়ত এজন্যই ৩০ বছর পরও এটি মানুষের হৃদয়ে অটুট স্থান ধরে রেখেছে। কাজল ও আমি এই ভালোবাসা দেখে সত্যিই খুশি।’

 

 

ভাস্কর্য উন্মোচনের সময় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ; কাজল তখন ছেলে-মেয়েকে ডাকছেন। নিসা ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিচ্ছে, আর যুগ খানিকটা লাজুক ভঙ্গিতে দেখা যাচ্ছে। এই মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ পরিচালনা করেছিলেন আদিত্য চোপড়া। এটি ১৯৯৫ সালে মুক্তি পায় এবং এখনও রোমান্টিক ক্লাসিক হিসেবে প্রজন্মের পর প্রজন্ম সিনেমাপ্রেমীদের কাছে সমাদৃত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন