বাজিমাত ধানুশ-কৃতির, ৪ দিনে কত আয় করেছে তাদের সিনেমা?

gbn

এক আবেগপ্রবণ, অস্থির স্বভাবের তরুণ ধানুশ যে প্রেমে পড়ে মুক্তির (কৃতি শ্যানন)। কলেজজীবনে সম্পর্ক জমে উঠলেও পরে মুক্তি অন্য এক পুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। এমনই গল্পে গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধানুশ-কৃতি শ্যানন জুটির ‘তেরে ইশক মে’ সিনেমা, যেখানে প্রেমের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন পরিচালক আনন্দ এল রাই। মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি।

 

 

মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে ছবিটি। প্রথম দিন সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সিনেমাটি সবাইকে চমকে দিয়ে ১৭ কোটি রুপি আয় করে, যার মধ্যে ১৫ দশমিক ২৫ কোটি হিন্দি সংস্করণ থেকে এবং ৭৫ লাখ রুপি আসে তামিল সংস্করণ থেকে। 

মুক্তির চতুর্থ দিনেও ছবিটি বক্স অফিসে দাপট বজায় রেখেছে। গতকাল সোমবার চতুর্থ দিনেও ছবিটি আয় করেছে ৮ দশমিক ২৫ কোটি রুপি।

এতে মোট আয় দাঁড়িয়েছে ৬০ কোটি।

 

সাধারণ দর্শক পছন্দ করলেও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি; বেশির ভাগই এটিকে ‘চলনসই’ সিনেমা বলছেন।

‘রানঝানা’র পর দীর্ঘদিন হিন্দি সিনেমার বাইরে ছিলেন ধানুশ। আনন্দ এল রাইয়ের সঙ্গেই তার সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল।

পরে ‘অ্যাতরঙ্গি রে’তে আবারও তারা একসঙ্গে কাজ করেন। তবে সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পায়। ‘তেরে ইশম মে’র মধ্যে নির্মাতা ও পরিচালকের সফল জুটির প্রত্যাবর্তন হলো।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন