চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর। কিন্তু বিভিন্ন কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়।
আজ নতুন তারিখ ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসলসি)। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এলপিএল অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ভারত-শ্রীলংকা। তাই ‘হোস্ট ভেন্যু’গুলোকে আগে থেকেই প্রস্তুত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন