জিম্বাবুয়ে অধীর আগ্রহ নিয়ে ম্যাচটা দেখছিল। যদি কিছু একটা হয়ে যায়! তবে শেষমেশ সেই ‘কিছু একটা’ আর হয়নি। সেটা হতে হলে পাকিস্তানকে জিততে হতো শ্রীলঙ্কার বিপক্ষে, তবে শেষ ওভারে ১০ রানের সমীকরণ স্বাগতিকদের মেলাতে দেয়নি লঙ্কানরা। আর তাতেই ৬ রানের জয় নিয়ে নিজেরা সমীকরণ মিলিয়ে চলে যায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে।
ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৪ রান। কামিল মিশারা ৪৮ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কুশল মেন্ডিস করেন ২৩ বলে ৪০ রান।
জানিথ লিয়ানাগে অপরাজিত থাকেন ২৪ রানে, আর অধিনায়ক দাসুন শানাকা যোগ করেন ১৭ রান। অতিরিক্ত ছিল ১৩। শুরুতে কয়েকটি দ্রুত উইকেট হারালেও পরের জুটিগুলো স্কোর স্থিতিশীল করে।
জবাবে ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান থেমে যায় ১৭৮ রানেই, ৭ উইকেটে। সালমান আগা সর্বোচ্চ ৬৩* রান করেন। তাকে সহায়তা করেন উসমান খান ৩৩ এবং মোহাম্মদ নাওয়াজ ২৭ রান করে।
আক্রমণাত্মক শুরু সত্ত্বেও পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ফলে লক্ষ্যের সাত রান আগে গিয়ে থেমে যেতে হয় স্বাগতিকদের।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন