‘তুমি আমাদের মুক্তি দেবে কবে’, পরীমনিকে বলবেন আসিফ

gbn

জনপ্রিয় গায়ক আসিফ আকবর বরাবরই স্পষ্টভাষী। নিজের মতপ্রকাশে কখনোই তিনি রাখঢাক করেন না, যার কারণে প্রশংসা ও সমালোচনা—উভয়ই তিনি পান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসিফ আকবর জানিয়েছেন, তিনি যেসব তারকার সঙ্গে দেখা হলে সরাসরি প্রশ্ন করতে চান, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পরীমনি। 

তার ভাষ্য মতে, পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি।

তাকে আমি প্রশ্ন করতে চাই—‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কিভাবে করবে, সেটাও আমাকে বলো।’

 

 

আসিফ জানান, আগেও তিনি পরীমনির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়।

এটা ওর একটি দারুণ দিক।’

 

এ ছাড়াও চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে নিয়েও আসিফের প্রশ্ন আছে। তিনি শাকিবকে প্রশ্ন করতে চান, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়।

যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আবদুল হাদী—এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? ’

 

তিনি আরও বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ রয়েছে, সেটার প্রতি শিল্পীদের মনোযোগ দেওয়া জরুরি।


 

আরও কয়েকজন শিল্পীকে নিয়েও আসিফ সরাসরি প্রশ্ন করতে চান। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস সম্পর্কে তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না।

আপনার মুখ থেকে কিছুই বের হয় না—এটা আমি জানতে চাইব।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন