৭১ বছরে এমন দুর্দিন আর দেখেনি লিভারপুল

gbn

লিভারপুলের দুঃসময় আরও গভীর হলো বৈকি। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হেরেছে কোচ আর্নে স্লটের দল। শেষ ৭১ বছরে এমন দুর্দিন আর দেখেনি অল রেডরা।

সব মিলিয়ে শেষ ১২ ম্যাচে লিভারপুলের এটি নবম হার। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এই প্রথম এমন খারাপ সময় কাটাচ্ছে দলটা। গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের কাছে অ্যানফিল্ডে ৩-০ গোলে হারার পর এদিনও বড় ব্যবধানে হারল তারা। টানা তিন ম্যাচ হারল লিভারপুল। এই তিন ম্যাচে দলটি হজম করেছে ১০ গোল।

প্রিমিয়ার লিগে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে লিভারপুল। গত মৌসুমে শিরোপা জেতা দলটি নতুন মৌসুমে বড় বিনিয়োগের পর সাফল্যের আশা করেছিল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। তারা এখন লিগ টেবিলের ১২তম স্থানে। এক দশকেরও বেশি সময় পর তারা এত নিচে নেমে গেল। এখন তো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় ওঠাও অনিশ্চিত। পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। ঘরের মাঠে গ্রুপ পর্যায়ে এমন হার এসেছে পাঁচ বছর পর।

ব্রিটিশ রেকর্ড সাইনিং আলেকজান্ডার আইজাককে বেঞ্চে রেখেছিলেন স্লট। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ২০০৮ সালের পর পিএসভির কাছে ঘরের মাঠে হারের প্রথম স্বাদ পেল লিভারপুল।

পুরো ম্যাচজুড়ে লিভারপুলের খেলায় তীব্রতার অভাব দেখা যায়। তারা বারবার কাউন্টার অ্যাটাকের সামনে অসহায় হয়ে পড়ছিল। ভার্জিল ফন ডাইক ম্যাচের আগে বলেছিলেন সবাইকে আরও দায়িত্ব নিতে হবে, কিন্তু তিনিই ভুল করে পিএসভিকে পেনাল্টি উপহার দেন।

পেনাল্টি থেকে পেরিসিচ গোল করার পর দ্রুতই ডমিনিক শোবোস্লাই সমতায় ফেরান লিভারপুলকে। কোডি গাকপোর শট ঠেকানোর পর রিবাউন্ড থেকে শোবোস্লাই গোলটি করেন। ফন ডাইক পরে কর্নার থেকে হেডে গোলের কাছাকাছি গেলেও বল ফিরে আসে বার থেকে।

বিরতির পর আক্রমণে চাপ তৈরি করেও লিভারপুল গোল করতে পারেনি। বিপরীতে ৫৬ মিনিটে দুর্দান্ত পাস থেকে গুস টিল গোল করে পিএসভিকে আবার এগিয়ে দেন। এরপর গাকপো সহজ সুযোগ নষ্ট করেন।

৭৩ মিনিটে হাস্যকর ভুল করে ইব্রাহিমা কোনাতে। তার ভুল পাস থেকে রিকার্ডো পেপি শট নেন। বল পোস্টে লেগে ফিরে আসে, আর ফিরতি সুযোগে কোহাইব দ্রিউয়েশ সহজেই গোল করেন।

ইনজুরি সময়ে সার্জিনো ডেস্ট বল নিয়ে দৌড়ে গিয়ে ক্রস দেন। আবারও গোল করেন দ্রিউয়েশ। এতে ৪-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন