বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

gbn

ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়া, তার আগে ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ ছিল তোপের মুখে। তার সিংহভাগ যাচ্ছিল বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ঝুলিতে। অবশেষে সেই সালাউদ্দিন বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর আর দলের সঙ্গে থাকবেন না তিনি।

সালাউদ্দিন গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকবাজ জানিয়েছে, সালাউদ্দিন ইতিমধ্যেই বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন। জানা গেছে, তিনি বর্তমান ভূমিকা উপভোগ করছেন না। দেশের শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ বিষয়টি নিশ্চিতও করেছেন।

তিনি ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ডেভিড হেম্পকে বিদায় দেওয়ার পর থেকেই সালাউদ্দিন দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। কিন্তু দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণে তিনি সমালোচনার মুখে পড়েন।

এ অবস্থায় বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন