মাঠে গিলকে প্রেম নিবেদন করে ভাইরাল নারী ভক্ত

gbn

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস খেলার মধ্যেই মাঠে ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুবমান গিলকে প্রেম নিবেদন করলেন নারী ভক্ত। 

ভারতের প্রথম ইনিংস চলাকালীন, শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল তাদের ম্যারাথন ইনিংসে ব্যাট করছিলেন। ঠিক তখনই টিভি ক্যামেরায় ধরা পরে এক তরুণী ভক্ত হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রেম নিবেদন করছেন গিলকে। 

প্ল্যাকার্ডে বড় অক্ষরে লেখা, ‘আমি তোমাকে ভালবাসি শুভমান।

’ 

 

তখনই গ্যালারি জুড়ে হাসি-চিৎকার, করতালি আর উল্লাস শুরু হয়। সম্প্রচারকারীরাও সঙ্গে সঙ্গে সেই দৃশ্যটি রিপ্লে করেন, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

কয়েক মিনিটের মধ্যেই আমি তোমাকে ভালবাসি শুবমান হ্যাশট্যাগে ছেয়ে যায় ইন্সটাগ্রাম, এক্স ও ইউটিউব। 

ভক্তদের কেউ কেউ মজার মন্তব্যে লিখেছেন, ‘এখন প্রতিপক্ষ দলের ফ্যানরাও হয়তো প্ল্যাকার্ড ধরবে!’ কেউ লিখেছেন, ‘লাকি গিল! এমন প্রস্তাব কে না চায়!’ 

গিল অবশ্য মাঠে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

মনোযোগ ধরে রেখেছেন নিজের ইনিংসে। তবে ভক্তদের ধারণা, সেই প্রস্তাব হয়তো বাড়িয়েছে তার আত্মবিশ্বাস।

 

মাত্র ২৬ বছর বয়সেই গিল এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ। তার স্টাইলিশ ব্যাটিং, শান্ত স্বভাব ও আকর্ষণীয় ব্যক্তিত্বে মুগ্ধ ভক্তরা।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে গিল নিজেই জানিয়েছিলেন, তিনি তিন বছর ধরে সিঙ্গেল। তিনি বলেন, ‘আমি গত তিন বছর ধরে সিঙ্গেল। নানা গুজব ছড়িয়েছে, বিভিন্ন নাম জড়ানো হয়েছে — কখনও এমন লোকের সঙ্গেও, যাদের আমি জীবনে দেখিইনি! সত্যি বলতে, এসব একেবারে ভিত্তিহীন।’

তিনি আরো বলেন, ‘আমরা বছরে প্রায় ৩০০ দিন ট্যুরে থাকি। এই সময়ে ব্যক্তিগত জীবনে কিছু গড়ে তোলার সময়ই থাকে না।

এখন আমার সমস্ত মনোযোগ ক্রিকেটে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন