বিয়ানীবাজারে আলোচনা সভা তারেক রহমানের ৩১ দফয়া বাস্তবায়ন হলেই দেশ সর্বাগ্রে এগিয়ে যাবে -তামিম ইয়াহয়া আহমদ

gbn

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, দেশের মানুষের জন্য বিএনপি সবসময় রাজনীতি করে। দেশের জনগনের শিক্ষা চিকিৎসা ও বাসস্থান সহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৮কোটি মানুষের কথা বিবেচনা করে  রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফয়া রূপরেখা ঘোষণা করেছেন এগুলো বাস্তবায়ন হলেই দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা সহ  দেশ সর্বাগ্রে এগিয়ে যাবে।

 

তামিম ইয়াহয়া বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য আজীবন রাজনীতি করে গেচেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালপ দেশে প্রথম খালকাটা কর্মসূচী চালু করেছিলেন। জীবনে তিনি ছিলেন  সৎ ও নিষ্টাবান। তাই রাষ্ট্রপতি থাকাকালে তিনি কোন সম্পদ অর্জন করেননি। এরপর বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের কল্যাণে কাজ করেছে। খালেদা জিয়া প্রধান মন্ত্রী থাকাকালে দুর্নীতির কোন আশ্রয় প্রশ্রয় দেননি। 

 

 

তিনি শুক্রবার রাতেে বিয়ানীবাজার উপজেলার 

তিলপারা ইউনিয়ন, ৭নং ওয়ার্ডপর চান্দলা গ্রামে এলাকাবাসীর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফয়া বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তৃতা এ কথা বলেন। 

 

উপজেলার, তিলপারা ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড, চান্দদলা গ্রাম, নজরুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন: ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আতিকুর রহমান। তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক: লিয়াকত আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি:ছিলেন তাজুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলাম, সিরাজুল ইসলাম, আজির উদ্দিন, মাহমুদুর রহমান, মুসলিম উদ্দিন, মুসলেহ উদ্দিন, মইজ উদ্দিন।

সভায়  কোরআন তিলাওয়াত: করেন মইজ উদ্দিন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন