ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে শুক্রবার ভোরে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল মডেল ও ডিজাইনার মাহিকা শর্মার সঙ্গে। এই প্রথম তাদের একসঙ্গে দেখা নিয়ে সরগরম বলিউড ও ক্রিকেটপাড়া।
বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্তে দেখা যায়, গাড়ি থেকে নেমে মাহিকাকে আগে যেতে দিচ্ছেন হার্দিক। দুজনের মুখে হাসি, যদিও কেউই সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের কয়েক মাস পর তাদের একসঙ্গে দেখা গেলো।
বিচ্ছেদের সময় যৌথ ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক ও নাতাশা লিখেছিলেন, ‘চার বছরের সম্পর্কের পর আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ছেলে অগস্ত্যর দায়িত্ব আমরা একসঙ্গে পালন করব এবং এই সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’
এর আগে ভক্তরা যখন দেখেন, হার্দিক ও মাহিকা একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন তখনই তাদের নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
অর্থনীতি ও ফাইন্যান্সে ডিগ্রি অর্জনের পর পেশা হিসেবে বেছে নেন মডেলিং ও অভিনয়কে বেছে নেন মাহিকা শর্মা। তিনি ইতোমধ্যে ভারতের ফ্যাশন জগতে নিজের অবস্থান পোক্ত করেছেন।
প্রখ্যাত ডিজাইনার মনিষ মালহোত্রা, অনিতা ডোংরে ও তরুণ তাহিলিয়ানির পোশাক পরে তিনি একাধিকবার র্যাম্পে হেঁটেছেন। পাশাপাশি তিনি তনিষ্ক, ভিভো ও ইউনিক্লোর মতো নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন।
শুধু তাই নয়, মাহিকা ‘ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এ ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব জিতেছেন এবং জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনগুলো তাকে ভারতের উদীয়মান ফ্যাশন তারকা হিসেবে উল্লেখ করেছে।
হার্দিকের সঙ্গে মাহিকার নাম জড়ানোর আগে শোনা গিয়েছিল, বিচ্ছেদের পর ক্রিকেটারের সঙ্গে মডেল জ্যাসমিন ওয়ালিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল।
বর্তমানে মাহিকা শর্মার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫২ হাজারেরও বেশি, যেখানে তিনি নিয়মিত তার পেশাগত কাজ ও ব্যক্তিগত স্টাইলের ঝলক অনুসারীদের সঙ্গে শেয়ার করেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন