জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য সুসংবাদ জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এমন একটা সংবাদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলের সাধারণ মানুষ।
সংবাদটি হচ্ছে, সিলেটে স্বল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল পাচ্ছেন সিলেটবাসী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের দিকে তিনি গণপূর্ত মন্ত্রনালয়ের সচিবের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মিতব্য ক্যান্সার ইউনিট পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সিলেটে ক্যান্সার চিকিৎসার তেমন কোনো সুযোগ সুবিধা নেই। রোগীদের দৌড়াতে হয় ঢাকা না হয় দেশের বাইরে। এনিয়ে ভোগান্তির শেষ নেই সিলেট বিভাগের মানুষের।
দীর্ঘনি থেকে সিলেট অঞ্চলের ক্যান্সার রোগীদের সেবা দিয়ে যাচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিট। তাও এখানে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা বলতে যা বোঝায়- সেরকম কোনো সুযোগ সুবিধা নেই।
এ অবস্থায় সিলেট বিভাগের প্রায় এক কোটি মানুষের প্রত্যাশা ছিল এখানে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের। তবে আলাদা কোনো হাসপাতাল না করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটকেই একটি স্বয়ং সম্পূর্ণ হাসাপতালের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ চলছে।
অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে।
সেই কাজ পরিদর্শন করতে এসেছিলেন গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম।
এসময় সিলেটবাসীকে আশ্বস্ত করে ডিসি সারোয়ার আলম বলেন, কাজ চলছে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সিলেটের এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসা নিশ্চিত হলে আর ঢাকা বা বিদেশের মাটিতে ছুটতে হবেনা সিলেটবাসীকে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন