আইসিসির ফেসবুক পেজে গতকাল সন্ধ্যায় একটি ভিডিও শেয়ার করে। দুই ঘণ্টারও কম সময়ে ১০ লাখের বেশি দেখা হয় সেই ভিডিও। মূলত দুটো খণ্ড ভিডিওকে জোড়া লাগানো হয় সেখানে। যার একটি এক যুগের বেশি পুরনো, আরেকটি একেবারে টাটকা।
গতকাল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে দারুণ এক ইনসুইংয়ে সিদরা আমিনকে বোল্ড করেন ম্যাচসেরা মারুফা আক্তার। এমন বলের মিল খুঁজতে গিয়ে ফাইল ঘেঁটে ১৩ বছর আগের একটি ভিডিও ক্লিপ পুনঃপ্রচার করেছে আইসিসি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই এক ডেলিভারিতে ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে বোল্ড করেছিলেন মিচেল স্টার্ক।
এই অস্ট্রেলিয়ান পেসারকে আদর্শ মেনে উড়ছেন মারুফা, ওড়াচ্ছেন বাংলাদেশের নারী দলের বোলিং বিভাগের ঝাণ্ডা। ওই ভিডিওতে স্টার্ককে আদর্শ মানা মারুফা বলেন, ‘স্টার্ক আমার অনেক পছন্দের বোলার। তাঁর সুইং করানোর দক্ষতা আমি অনুসরণ করি। সেটা আমাকে অনুপ্রাণিত করে।
নিজেকে বলি, মারুফা, তুইও পারিস!’
গতকাল কলম্বোয় পাকিস্তানি ব্যাটারদের একেবারেই সুবিধা করতে দেননি বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষকে অলআউট করে মাত্র ১২৯ রানে। এমন দাপটের ছন্দ গেঁথে দেন মারুফা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। প্রথমে ফেরান ওপেনার ওমাইমা সোহাইলকে।
ওভার দ্য উইকেট থেকে ছোড়া বল আদর্শ থ্রি-কোয়ার্টার লেংথে পড়ে দারুণ সুইংয়ে স্টাম্প ভেঙে দেয়। ঠিক পরের বলটি আরো চোখ-ধাঁধানো। গুড লেংথে ফেলা বলটি প্রথমে ইনসুইং, পরে সিমের ভেতরে আসা মুভমেন্টে পরাস্ত করে ব্যাটারকে। শূন্য রানে ফেরেন সিদরা আমিন, যাঁকে এবারের বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটিং বিভাগের স্তম্ভ হিসেবে বিবেচনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। সর্বশেষ তিন ওয়ানডেতে দুটি সেঞ্চুরি, একটি ফিফটি আছে তাঁর।
মারুফার এমন বোলিংয়ের পর অন্যরাও সফল হন। ৩৪ ওভারে পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার আগে ছয়জন বোলারকে ব্যবহার করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কেউই খালি হাতে ফেরেননি। লেগ স্পিনার স্বর্ণা আক্তার মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৮ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। এতে পাকিস্তানকে খুব অল্পতেই আটকে দেয় বাংলাদেশ। ইনিংস শেষে বোলারদের প্রশংসা করেন নাহিদা, ‘প্রত্যেক বোলারই দারুণ বল করেছে। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করেছি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। যদি বুঝেশুনে ব্যাটিং করি, তবে এই লক্ষ্য সহজেই অর্জন করা সম্ভব।’
সেই লক্ষ্য অবশ্য পূরণ করেছেন ব্যাটাররা। বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন অর্জনে প্রশংসায় ভাসছে বোলিং বিভাগ, প্রশংসিত হচ্ছেন মারুফা। অথচ বিশ্বকাপে যাওয়ার আগে ঠিকঠাক ম্যাচ প্রস্তুতি নিতে পারেননি ক্রিকেটাররা। মারুফার প্রস্তুতি ছিল আরো কম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটিতে ছিলেন এই ডানহাতি পেসার। এর মধ্যে যেটুকু সময় পেয়েছেন, নিজেকে পুরো ঝালিয়ে নেন তিনি। এখন পরীক্ষা নিচ্ছেন প্রতিপক্ষ ব্যাটারদের/
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন