সিলেটের সাংবাদিকতা অঙ্গনের উজ্জল নক্ষত্র ছিলেন আবুল মোহাম্মদ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদের শোকসভা ও দেয়া মাহফিল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

 
 

জেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মঈন উদ্দিন।


সভায় বক্তারা বলেন, আবুল মোহাম্মদ ছিলেন সিলেটের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জল নক্ষত্র। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজের একটি নক্ষত্রের পতন ঘটলো। তিনি অত্যান্ত সজ্জন ব্যক্তি ছিলেন। তার জীবন চলার পথ ছিল খুব কঠিন। এরপরও বিচ্যুত হননি। সৎ পথে জীবন যাপন করেছেন। দেখা হওয়ার পর যে কাউকে আপন করে নিতেন। মানুষ তাঁকে আজীবন মনে রাখবে তাঁর কর্মের মধ্য দিয়ে। তিনি অল্পতেই সন্তুষ্ট ছিলেন।


বক্তারা আরও বলেন, আবুল মোহাম্মদের অকাল চলে যাওয়া অপূরণীয় ক্ষতি হলো। এ ক্ষতি পোষাবার নয়। শোক সভা করে কেবল অন্তরের কষ্ট প্রকাশ করা। কেননা, আবুল মোহাম্মদরা বার বার জন্মায় না। তার শূণ্যতা আমরা অনুভব করবো আজীবন। তিনি স্মৃতির অলিন্দে থাকবেন অমলিন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন ও সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক সালাম মশরুর, সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সিনিয়র সাংবাদিক ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সাবেক সহ সভাপতি, আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।  


ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন-ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, পাঠাগার সম্পাদক আলী আকবর চৌধুরী কোহিনূর।

 

আরও বক্তব্য রাখেন- ইমাম সমিতি মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ক্লাবের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, ক্লাব সদস্য রায়হান উদ্দিন, ক্লাবের সাবেক সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মো. শাহীন, আজকের পত্রিকার সহকারি সম্পাদক মিজান মোহাম্মদ, সিলেট ভিউ’র সিনিয়র সাব এডিটর মো. শাকিলুজ্জামান, বার্তা ২৪.কম এর সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী, মরহুম আবুল মোহাম্মদের দ্বিতীয় ছেলে মো. সামি।

 

ক্লাবের কার্য নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য কালবেলার প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল, (নবীন সুহেল), কার্যনির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি তুহিন আহমদ, ক্লাব সদস্য ও জৈন্তাবার্তার সহকারি বার্তা সম্পাদক রাজিব রাসেল।

 

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ক্লাব সদস্য দৈনিক আধুনিক কাগজের সিনিয়র রিপোর্টার ও সিলেট ভিউ’র নিজস্ব প্রতিবেদক রাশেদুল হোসেন সোয়েব, দৈনিক রূপালী বাংলাদেশের ব্যুরো প্রধান সালমান ফরিদ, ক্লাব সদস্য ও দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক সোহাগ আহমদ, দৈনিক খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, ফটো সাংবাদিক নুরুল ইসলাম, শ্যামল সিলেট’র ফটো সাংবাদিক রেজা রুবেল প্রমুখ।

 

সভা শেষে আবুল মোহাম্মদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য ও দৈনিক শ্যামল সিলেট’র সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন