সিলেটে রবিবার সবাইকে রাজপথে নামার আহ্বান আরিফের

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট নগরীতে চলমান ব্যাটারিচালিত রিকশা ও হকার উচ্ছেদ অভিযানে নতুন মাত্রা যোগ হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ কার্যক্রমে সরাসরি অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

 
 

অভিযান চলাকালে তিনি ঘোষণা দেন, ‘নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। ‘হকার ও ব্যাটারিচালিত রিকশা’ এই দুই-ই নগরজীবনের বড় প্রতিবন্ধক।’

 

তিনি জানান, আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরবাসীকে সাথে নিয়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নগরীর কোর্ট পয়েন্ট থেকে গণ-পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

 

আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরীর মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাস করতে চায়। এ দাবির বিপরীতে যে কোনো রাজনৈতিক ও প্রভাবশালী শক্তি কাজ করলে তার দাঁতভাঙা জবাব নগরবাসীকে দিতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘হকার ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ না করা গেলে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে না। নগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় থাকব। কাউকে ছাড় দেওয়া হবে না।’

 

এদিকে, হকার উচ্ছেদ অভিযান ঘিরে নগরীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে স্বাগত জানালেও অনেকেই মানবিক দিক বিবেচনার আহ্বান জানিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন