জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটে গ্রেপ্তারকৃত দুই নেতাকে থানায় দেখতে গিয়েছিলেন আরও দু’জন। পেশায় তারাও ব্যাটারিচালিত রিকশাচলাক।
তবে থানা থেকে আর ফিরতে পারেন নি তারা। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকেই।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, তাদের বিরুদ্ধে গত বুধবার ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের মিছিল থেকে হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় কালাম ও রুবেল নামক দুই ব্যাক্তির দায়েরকৃত মামলার আসামী তারা। ভাঙচুরের সাথে তাদের জড়িত থাকার প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
এর আগে শনিবার বিকালে নগরীর আম্বরখানা এলাকা থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়।
বুধবারের ঘটনায় দায়েরকৃত ওই দুই মামলার আসামী তারা। তাদের দেখতে কোতোয়ালী থানায় গিয়েছিলেন ওই দুই ব্যাটারিচালিত রিকশা চালক।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন