সিলেটে ছেলের উপর অসন্তুষ্ট পিতা-মাতা, জেলে দিলেন আদালত

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক প্রবাসী পিতার অভিযোগে নেশাগ্রস্থ ছেলেকে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৩মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 
 

সাজাপ্রাপ্ত ব্যক্তি তোফাজ্জল ইসলাম (২২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর এলাকার হাবিব মিয়ার ছেলে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তোফাজ্জলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর এলাকার হাবিব মিয়া একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং তার স্ত্রী একজন গৃহিনী। হাবিব দম্পতির ২২ বছরের ছেলে তোফাজ্জল ইসলাম নেশাগ্রস্থ। সে বিভিন্ন সময় নেশার টাকার জন্য তার গর্ভধারীনি মাকে নির্যাতন করতো। দীর্ঘদিন থেকে নেশার টাকার জন্য কিংবা নেশা করে এসে তার মাকে মারধোর করতো এমন খবর পেয়ে তোফাজ্জলের পিতা হাবিব মিয়া প্রবাস থেকে দেশে আসেন ছেলেকে সংশোধন করার জন্য। কিন্তু ছেলের এই অত্যাচার দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তোফাজ্জলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রবাসী হাবিব মিয়া সর্বশেষ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তোফাজ্জলকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি জানান, ‘তোফাজ্জল ইসলাম (২২) নামের এক যুবক নেশার টাকার জন্য তার গর্ভধারীনি মাকে নির্যাতন করতো। তার পিতার দেওয়া এমন অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন