সিলেটে সড়কে ঝড়লো শিশুর প্রাণ : আ হ ত ২

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবোঝাই ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শিশুসহ দুইজন।

 
 

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আসামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম সাদিয়া আক্তার (৫)। আহতদের মধ্যে রয়েছে তার ছোট ভাই মাহিন আহমদ (৩) এবং অপর যাত্রী সাদ্দাম হোসেন (৩৫)। নিহত ও আহত দুই শিশু উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের সন্তান। আহত সাদ্দাম ডুলটিরপাড় গ্রামের বাসিন্দা বিলাল মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, সাদিয়া ও মাহিন তাদের অভিভাবকের সঙ্গে ইজিবাইকে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। একই ইজিবাইকে যাত্রী ছিলেন সাদ্দাম হোসেনও। আসামপাড়া ব্রিজ অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুবোঝাই পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া মারা যায়।

 

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ডিআই পিকআপটি স্থানীয়দের সহায়তায় আটক করেছে। বর্তমানে গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন