জকিগঞ্জে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি

gbn

জকিগঞ্জ প্রতিনিধি //

জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ধলিগাঁও গ্রামের যুবক জাবের আহমদকে গত সোমবার (২২ সেপ্টেম্বর) অপহরণ করা হয়েছে। অপহরণের পর একটি অপরিচিত নাম্বার থেকে তাঁর পরিবারের কাছে সাড়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা না দিলে জাবেরকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবার। এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 
 

পারিবারিক সূত্র জানায়, জাবের আহমেদ একজন সুপারি ব্যবসায়ী। ২২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে জাবের আহমদ স্থানীয় ঈদগাহ বাজার থেকে সুপারি কিনতে বাবুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বিকেল ৪টার দিকে তিনি তাঁর স্ত্রীকে বাবুর বাজার থেকে শেষ ফোন করেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার চিন্তায় পড়ে যায়।

 

এদিকে, জাবের নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জাবেরের মুক্তির জন্য সাড়ে তিন লক্ষ টাকা দাবি করা হয়। একই সাথে, মুক্তিপণ না দিলে জাবেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

 

পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি জকিগঞ্জ থানাপুলিশকে অবগত করেন। জকিগঞ্জ থানাপুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে যে, ২৩ সেপ্টেম্বর জাবেরের শেষ অবস্থান একটি গ্রামে ছিল।

 

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না বলেন, ‘ভুক্তভোগী পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা এই যুবককে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমের আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

 

জাবের আহমদের দ্রুত ও নিরাপদে প্রত্যাবর্তনের জন্য তাঁর পরিবার ও এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেছেন। যদি কোনো ব্যক্তি তাঁর সন্ধান পান, তাহলে 01400590469 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন