এবার টিভি আম্পায়ারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

gbn

এবার টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফখর জামানের বিতর্কিত ক্যাচ নিয়ে অভিযোগ করেছে পাকিস্তান।

আইসিসিকে মেইল করে অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমা। এক সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে টেলিকমএশিয়া.নেট।

তারা লিখেছে, ‘ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে বিষয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমা। তবে পাইক্রফট জানান, এ বিষয়টা তার এখতিয়ারে পড়ে না। পরে আম্পায়ারের বিরুদ্ধে আইসিসিতে এক মেইল করেন ম্যানেজার।’

 

ফখরের বিতর্কিত ক্যাচের ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে।

হার্দিক পান্ডিয়ার বল খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন। ভারত আবেদন করলে প্রথমে সাড়া দেননি বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। আউট হয়েছেন কিনা তা জানতে টিভি আম্পায়ারের দ্বারস্থ হন তিনি। টিভি আম্পায়ার রুচিরা কয়েকটি অ্যাঙ্গেল থেকে পরীক্ষা-নিরীক্ষা করে মনে করেছেন স্যামসন ক্যাচ ধরার সময় তার আঙুল বলের নিচে ছিল।

তাই পরে ফখরকে আউট দেন শ্রীলঙ্কান টিভি আম্পায়ার। তবে ভিন্ন এক অ্যাঙ্গেলে দেখে মনে হয়েছে স্যামসনের গ্লাভসে বল জমা হওয়ার আগে মাটিতে বাউন্স করেছে।  

 

 

আউট হওয়ার তাই স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন ফখর। মাঠ ছাড়ার সময় ব্যাট দিয়ে প্যাডে আঘাত করেন। আবার ড্রেসিংরুমে প্রবেশের সময় কোচ মাইক হেসনকেও আউট নিয়ে কিছু একটা বলেন বাঁহাতি ওপেনার।

১৫ রানে আউট হন তিনি।

 

ম্যাচ শেষে সেই আউট নিয়ে কথা বলেছেন সালমান আলি আগা। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘জানি না সিদ্ধান্তটা সঠিক ছিল কি না। আমার মনে হয়েছে, বলটা সঞ্জুর হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল। অবশ্যই আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত নেওয়া, ভুল হতেই পারে। কিন্তু আমার চোখে মনে হয়েছে এটা বাউন্স করেছে।’

এর আগে গ্রুপ পর্বের ম্যাচের হ্যান্ডশেক ঘটনা নিয়েও আইসিসিতে অভিযোগ করেছিল পিসিবি। টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে সালমানকে হাত মেলাতে নামা করেছেন ম্যাচ রেফারি পাইক্রফট আইসিসির কাছে এমন অভিযোগ করে জিম্বাবুয়াইন রেফারির অপসারণ দাবি করেছিল পাকিস্তান। তবে তাদের সেই দাবি নাকচ করে দেয় আইসিসি। 

পরে এক ভিডিও প্রকাশ করে পাকিস্তান দাবি করেছে পাইক্রফট নাকি তাদের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম আইসিসির সূত্রের বরাত দিয়ে জানায়, টসে সময় যে ভুল-বোঝাবুঝি হয়েছে তার কারণে ক্ষমা চেয়েছেন পাইক্রফট। হাত মেলাতে মানা করেছেন এমন অভিযোগে নয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সুপার ফোরের ম্যাচে আরেক বিতর্কিত ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন