জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে স্ত্রী রুবেনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘন্টা চলে যাওয়ার পরও এখনও কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। এই ঘটনায় জড়িত রুবেনার স্বামী আলী আহমদকে তাৎক্ষনিক আটক করা হলেও এখন পর্যন্ত তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
তিনি জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর কলহের কারণে হয়তো এই হত্যাকাণ্ড হতে পারে। রুবেনার স্বামী আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তাকে পুলিশের জিম্মায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে পারিবারিক কলহের জেরে আলী আহমদ দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেকেও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত রুবেনা বেগম গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ (৩৫)-এর স্ত্রী রুবেনা বেগম (৩০)।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন