বার্সেলোনায় কমতে পারে মেসির বেতন

জিবিনিউজ 24 ডেস্ক //

সামনেই বার্সেলোনার নির্বাচন। আর সেখানে এমিলি রাউসান্ড যদি জিতে নতুন প্রেসিডেন্ট হন, তাহলে কমে যাবে লিওনেল মেসির পারিশ্রমিক।

রাউসান্ড জানিয়েছেন, ক্লাবের এখন যা অবস্থা, তাতে মেসির এতো টাকা বেতন হতে পারে না। আমাদের একটা জায়গায় পৌঁছাতে হবে। সেভাবেই নতুন চুক্তি হবে। তবে মেসির জন্য আমরা আকর্ষণীয় প্রস্তাবই রাখবো।

 

কিন্তু ঘটনা হলো, মেসি আদৌ বার্সায় থাকবেন কিনা, সেটাই ঠিক নেই। একবার তিনি ক্লাব ছাড়ার কথা জানিয়েও দিয়েছিলেন। তার সঙ্গে বার্সিলোনার চুক্তির মেয়াদ শেষ হতে আর সাত মাস বাকি আছে।

রাউসান্ডের বক্তব্য, মেসি টাকার জন্য বার্সেলোনা ছাড়তে চেয়েছে, এমনটা নয়। ও সব থেকে বেশি টাকা পায়। বিশ্বে আর কোনো ফুটবলার ওর থেকে বেশি টাকা পায় না। ও ক্লাব ছাড়তে চেয়েছিলো কারণ ও ট্রফি জিততে চায়। ও বলেই দিয়েছিলো, চ্যাম্পিয়ন্স লিগ জেতা এখন আর বার্সার পক্ষে সম্ভব নয়। তাই আমরা ক্ষমতায় এলে ওকে ট্রফি জেতার সুযোগ করে দেবো।

সরকারিভাবে বার্সেলোনার পক্ষ থেকে মেসির বেতন জানানো না হলেও, মনে করা হচ্ছে এখন মাসে প্রায় ১ কোটি ডলার পান তিনি।

রাউসান্ডের প্রতিশ্রুতি ২৪ জানুয়ারির নির্বাচনে যদি তিনি জেতেন তাহলে নতুন করে তৈরি ন্যু ক্যাম্প স্টেডিয়াম মেসির নামে করবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন