লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। এমএলএস প্লে-অফ নিশ্চিতের দৌড়ে দলটি এক ধাপ এগিয়ে গেলেও অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।
শনিবার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা রাতে শুরু থেকেই প্রভাব বিস্তার করে মায়ামি। ৩৬তম মিনিটে মেসির নিখুঁত পাস ধরে তাদেও আলেন্দে গোল করে এগিয়ে দেন দলকে।
তবে বিরতির পরপরই ক্রিশ্চিয়ান বেনটেকে হেডে সমতা ফেরান ডিসি ইউনাইটেড।
৬৬তম মিনিটে জর্দি আলবার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে আবার লিড এনে দেন মেসি। ৭১ মিনিটে পেনাল্টি মিস করে মাতেও সিলভেটি। ৮৫তম মিনিটে দারুণ নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।
ইনজুরি টাইমে জেকব মুরেল গোল করলেও হার এড়াতে পারেনি ইউনাইটেড।
এ মৌসুমে ২২ ম্যাচে ২২ গোল করে মেসি লিগের শীর্ষ গোলদাতার আসনও দখল করেছেন। ম্যাচ শেষে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এলেও নিউইয়র্ক রেড বুলসের জয়ে এখনো নিশ্চিত হয়নি তাদের প্লে-অফ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন