প্রতিশোধ নিয়ে শেষ চারে জয়ে শুরু বাংলাদেশের

gbn

আবুধাবির প্রতিশোধ দুবাইয়ে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বের প্রতিশোধ নিয়েছেন লিটন দাসের দল। এতে এশিয়া কাপের সুপার ফোর জয়ে শুরু করেছে বাংলাদেশ।

বাংলাদেশকে দারুণ জয়টা এনে দিয়েছেন জোড়া ফিফটি হাঁকানো সাইফ হাসান ও তাওহিদ হৃদয়।

যদিও শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যে ইনিংসের পঞ্চম বলে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম রানে খাতা খোলার আগে মাঠ ছাড়লেও দারুণ শুরু পায় বাংলাদেশ।

 

দারুণ শুরুটা এনে দেন সাইফ ও লিটন।

দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন। লিটন ২৩ রানে আউট হওয়ার পথে রেকর্ডও গড়েন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি। ২৫৫৬ রানের মালিক হওয়ার পথে পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে (২৫৫১)।

 

তৃতীয় উইকেটে জয়ের অর্ধেক কাজটা সারেন সাইফ ও তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে সাইফ আউট হওয়ার আগে হৃদয়ের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন। ৬১ রানে আউট হওয়ার আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তিনি। ইনিংসটি সাজান ৪ ছক্কা ও ২ চারে। জয়ের বাকি কাজটুকু সারেন হৃদয়।

 

তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি হৃদয়। জয়ের জন্য যখন ১০ রান প্রয়োজন ঠিক তখনই দুষ্মন্ত চামিরার বলে এলবিডব্লিউ হন হৃদয়। আউট হওয়ার আগে খেলেছেন ৫৮ রানের ইনিংস। ৪ চার ও ২ ছক্কায় তার আউট হওয়ার পর কিছুটা নাটকীয়তা দেখা যায় ম্যাচে।

শেষ ওভারে ৫ রান প্রয়োজন ছিল। প্রথম বলে ৪ মেরে ম্যাচ ড্র করেন জাকের আলি অনিক। তবে শেষ তিন বলে জাকের ও শেখ মেহেদী আউট হলে ম্যাচ জমে যায়। তবে পঞ্চম বলে নাসুম আহমেদ এক নিয়ে ম্যাচ শেষ করেন।

এর আগে শ্রীলঙ্কা দাসুন শানাকার ফিফটিতে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায়। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলেন পাতুম নিশাঙ্কা-কুশল মেন্ডিস। পরে ২২ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

তবে শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দেন শানাকা। ৩৭ বলে খেলেছেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। ১৭২.৯৭ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ ছক্কা ও ৩ চারে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন