মোঃ মুবাশ্বির | শাহ্ বন্দর | জিবি নিউজ ||
শাহ্ বন্দর যুব সংস্থা ,শাযুস কর্তৃক আয়োজিত শাহবন্দর এলাকার ২০২৪/২৫ এস এস সি উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা ও শাযুস দাতা সদস্য ইউ কে প্রবাসী নবাব উদ্দিন এর দিপ্ত পথচলা বইয়ের মোরখ উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন অনুষ্ঠান সম্পন্ন।
সংস্থার সভাপতি মুক্তাদীর ইসলাম সুমেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মবশ্বির আলী এর পরিচালনায় প্রধান অতিথি ডাক্তার ছাদিক আহমেদ, সাধারন সম্পাদক বি এন এস বি। বিশেষ অতিথি প্রফেসর শাহ আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মৌ পাবলিক লাইব্রেরী।বিশেষ অতিথি আবদুল মতিন খানঁ সাবেক প্রধান শিক্ষক শাহ হেলাল উচ্চ বিদ্যালয় । উপস্থিত ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক জনাব খালেদ চৌধুরী, দাতা সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, উপ প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, পৃষ্ঠপোষক সদস্য এস আর মসুদ,রুহেল আহমেদ চৌধুরী এড মো আবদুল মান্নান চৌধুরী রায়হান । উক্ত অনুষ্ঠানে শাহবন্দর এলাকার এস এস সি উত্তীর্ণ ৫৫ জন ছাত্র ছাত্রী ও কার্যকরী পরিষদ এর প্রেজুয়েশন সম্পন্ন ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজনে: কার্যকরী পরিষদ ২০২৩/২৫ ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন