বাবার সঙ্গে মালাইকার বয়সের পার্থক্য মাত্র ১২ বছর!

gbn

বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এ অভিনেত্রী ‘ছাইয়া ছাইয়া’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। নাচে ব্যাপক পারদর্শী মালাইকা এরপর আইটেম গানের জগতে আধিপত্য বিস্তার করেন। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচিত মালাইকা।

 

খান পরিবারের বউ মালাইকা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। আরবাজ খানকে ডিভোর্স দেওয়ার পর সম্পর্কে জড়ান হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে। সেই সম্পর্ক নিয়েও প্রায়ই উঠে আসেন আলোচনায়। কয়েক মাস আগেই বাবাকে হারান বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।

এবার বাবাকে নিয়েও নতুন করে আলোচনায় উঠে এলেন অভিনেত্রী। হঠাৎ করে সামনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যে হিসেব মেলাতে না পেরে অবাক নেটিজেনদের একটা বড় অংশ। 

 


 

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বাবার থেকে মাত্র ১২ বছরের ছোট মালাইকা! বিজ্ঞানসম্মতভাবে এও কী সম্ভব? এ নিয়ে যখন হচ্ছে জোর আলোচনা তখন সামনে এলো এক নতুন তথ্য। এলো নতুন খবর।

কোন অঙ্কে বাবা ও মালাইকার বয়সের ফারাক এত কম জানেন? 

 

আসলে বিষয়টা একটু ভিন্ন। মালাইকার বয়স এই মুহূর্তে ৫০ বছর। ৬২ বছর বয়সে প্রয়াত হয়েছেন অনীল মেহতা। এই অনীল মেহতা আদপে মালাইকার জন্মদাতা পিতা নন। তাঁর জন্মদাতা পিতার নামও অনীল, তাঁর পদবী অরোরা।

মালাইকা যখন খুব ছোট তখনই অনীল অরোরা ও তাঁর মা জয়েস পলিকারপের বিচ্ছেদ হয়ে যায়। এর পরই জয়েস অর্থাৎ মালাইকার মা বিয়ে করেন অনীল কুলদীপ মেহতাকে। ছোট থেকে এই অনীলের কাছেই মানুষ মালাইকা ও তাঁর বোন অমৃতা। নিজের সন্তানের মতো এই দুই বোনকে ভালবেসেছিলেন অনীল। এ দিকে মালাইকার দুই বাবার নামই যেহেতু এক, তাই গতকাল অনীলের মৃত্যুর পর শুরু হয় চরম বিভ্রান্তি। কথায় বলে, নামে কী বা এসে যায়? তবে নামে যে সত্যিই এসে যায়, এই কাণ্ডই যেন সেই প্রমাণই দিচ্ছে।

 


 

মালাইকার জন্মদাতা বাবা-মায়ের যখন বিচ্ছেদ হয়ে যায় তখন তাঁর বয়স মাত্র ১১ বছর। বোন অমৃতার বয়স ৬ বছর। মায়ের কাছে মূলত মানুষ তাঁরা। সেই অনীলই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কী হয়েছিল তাঁর সৎবাবা অনীলের? কেন এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন? সূত্র জানাচ্ছে মৃত্যুর আগে মেয়েকে ফোন করেছিলেন অনীল। জানিয়েছিলেন তিনি ক্লান্ত– এর পরেই এই ঘটনা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন