৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। ২-১ ব্যবধানে জিতে সিরিজের সোনালী ট্রফি ঘরে তুলেছে স্বাগতিকরা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানের গুটিয়ে যায় পাকিস্তান।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে এসে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। একটি ম্যাচ হয়েছিল টাই। এরপর ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেললেও একটিতেও জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। যে কারণে শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। পাকিস্তান ক্রিকেটের ভক্তরা আশা করেছিলেন, ম্যান ইন গ্রিনরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে নিজেদের দাপট ধরে রাখতে পারবে। কিন্তু ক্যারিবীয়দের বোলিংয়ের সামনে বাবর-রিজওয়ানদের ব্যাটিং লাইনআপ ত্রাসের ঘরের মতো উড়ে যাবে, সেটি হয়তো কল্পনাও করেননি তারা।
আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক শাই হোপ অপরাজিত ১২০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ইনিংস সাজান তিনি। এছাড়া জাস্টিন গ্রিভস অপরাজিত ২৪ বলে ৪৩, ওপেনার এভিন লুইস ৫৪ বলে ৩৭ ও মিডলঅর্ডার রস্টন চেজ ২৯ বলে ৩৬ রান করেন। এতেই ২৯৪ রানের পুঁজি দাঁড়ায় ক্যারিবীয়দের।
জবাব দিতে নেমে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক শূন্য রানে সাজঘরে ফেরেন। তিনে নামা বাবর আজম ২৩ বলে মাত্র ৯ রান করে এলবিডব্লিউ হন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রথম বলেই বোল্ড হয়ে যান। এদের সবাইকে সাজঘরের পথ দেখান ক্যারিবীয় পেসার জেইডেন সিলস। মাত্র ২৩ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।
পঞ্চম উইকেটে জুটি করার চেষ্টা করেন সালমান আগা ও হাসান নওয়াজ। কিন্তু গুদাকেশ মতি এই জুটিকে ৩৮ রানের বেশি বাড়তে দেননি। ৪০ বলে ১৩ রান নিয়ে খেলা নওয়াজকে ফিরিয়ে জুটি ভেঙে দেন ক্যারিবীয় স্পিনার।
এর আর দাঁড়াতেই পারেনি পাকিস্তান। অষ্টম উইকেটে মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ ২২ রানের জুটি করলেও দলীয় সংগ্রহ ১০০ পার হয়নি পাকিস্তানের। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৩০ রান করেন সালমান আগা। পাঁচজনই ডাক মারেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ১৮ রানে ৬ উইকেট শিকার করেন জেইডেন সিলস। ২ উইকেট নেন গুদাকেশ মতি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন