নাটকীয়ভাবে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ মিলতে পারে বাংলাদেশের

gbn

গত এপ্রিলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপে ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ হারায়। সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে এশিয়ার সর্বোচ্চ আসরে খেলার ধারাবাহিকতা নষ্ট করে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরিতে ৮ দলের এই টুর্নামেন্টে নেই বাংলাদেশ।

তবে নাটকীয়ভাবে এশিয়া কাপে খেলার সুযোগ হতে পারে লাল-সবুজ জার্সিধারীদের। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান তেমন আভাস দিলেন। কোয়ালিফাই না করে কিভাবে খেলবে বাংলাদেশ?

 

ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘এশিয়ান হকি ফেডারেশন আমাদের কাছে জানতে চেয়েছে যদি আমরা সুযোগ পাই তাহলে খেলবো কিনা। আমরা খেলবো বলে দিয়েছি। এমন সুযোগ তো হাতছাড়া করা যাবে না।’

এশিয়া কাপের ৮ দলের মধ্যে কোন একটা দেশের অংশ না নেওয়ার সম্ভাবনা আছে। হতে পারে দেশটি পাকিস্তান। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আওয়াজ উঠেছিল। যদিও খেলার দুনিয়ায় সেটি কার্যকর না হওয়া্র সম্ভাবনাই বেশি। ভারত সরকার এরই মধ্যে পাকিস্তানের হকি দলকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

 

তারপরও তাদের অংশ নেওয়া নিয়ে একটা শঙ্কা থাকছেই। হতে পারে পাকিস্তান শেষ পর্যন্ত অংশ নিলো না। তাতে এশিয়ান হকি ফেডারেশনকে যাতে একটি দল কম নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে না হয় সেজন্য তারা বাংলাদেশের সাথে কথা বলেছে এবং প্রস্তাব দিয়েছে সুযোগ আসলে খেলবে কিনা।

 

 

 

এশিয়ান হকি ফেডারেশন থেকে এমনও বলা হয়েছে বাংলাদেশ সম্মত না থাকলে অন্য কোনো দেশকে এই প্রস্তাব দেবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘পুরো বিষয়টি এখনো মৌখিক পর্যায়ে আছে। অফিসিয়াল প্রস্তাব এলে আমরা অফিসিয়াল সম্মতি জানাবো। তবে এটা ঠিক সুযোগ আসলে আমরা খেলবো।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন