সিলেটে রোববার থেকে লোডশেডিং বাড়বে : আসছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

প্রচণ্ড গরমের মধ্যে আরও এক দফা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জবাসী। কুমারগাঁও ১৩২/৩৩ কেভি পাওয়ার স্টেশনের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি প্রায় ১০ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে, যার ফলশ্রুতিতে রবিবার (২৭ জুলাই) থেকে এই অঞ্চলে ব্যাপক লোডশেডিং শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

জানা যায়, ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে এই বিদ্যুৎকেন্দ্রটি। যেহেতু যন্ত্রাংশ বিদেশ থেকে আনতে হয়, তাই কবে নাগাদ এটি সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে সিলেট এখন পুরোপুরি জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল, যেটি আগেই চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে।

 

বিউবো সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, “সিলেট বিভাগে দৈনিক চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট।”

 

 

এদিকে, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বিদ্যুৎচাহিদা কম ছিল, তাই ঘাটতি ততটা চোখে পড়েনি। কিন্তু রোববার থেকে অফিস-আদালত খুললে পরিস্থিতি হঠাৎ করেই অবনতির দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

সিলেট শহর এবং আশেপাশের এলাকায় ইতোমধ্যে দিনে ৬–৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়ি, হাসপাতাল, স্কুল-কলেজ এমনকি ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। লো ভোল্টেজের কারণে অনেক এলাকায় বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

 

বিউবো সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, “ঢাকা থেকে হঠাৎ করে লোড ফিকুয়েন্সি ডাউনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এর উপর নিজেদের উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং এড়ানো সম্ভব হচ্ছে না।”

 

 

বিদ্যুৎকেন্দ্র সচল না হওয়া পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ জেলাবাসীকে দৈনিক একাধিকবার বিদ্যুৎবিচ্ছিন্ন থাকতে হবে বলে আশঙ্কা তৈরী হয়েছে। সিলেটের মানুষ তাই আগাম সতর্কতা ও বিকল্প প্রস্তুতির দিকে ঝুঁকছেন।

 

 

স্থানীয়রা বলছেন, “দিনে কাজ করা যাচ্ছে না, রাতে ঘুমানো যাচ্ছে না। এমন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থা চলতে থাকলে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে। বিশেষ করে দুপুর ও সন্ধ্যা বেলা লোডশেডিং বেশি হচ্ছে।”

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটি সচল করতে দুই সপ্তাহ সময় চেয়েছে। তবে চাহিদার সঙ্গে সরবরাহের এই বড় ব্যবধান পূরণ না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন বিদ্যুৎ বিশ্লেষকরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন