সভায় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার(২২’ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন একাদশ সংসদ নির্বাচন প্রাধান্য পায়। এছাড়াও সভায় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান,প্রচারণা,আচরণবিধি,নিরাপত্তা,ভোট পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ,ফলাফল সংগ্রহ, নির্বাচনী মাঠের অবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। জেলার ৩টি সংসদীয় আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক, ইতিমধ্যে এ ব্যাপারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। সভায় নাশকতা মামলার আসামীদের প্রচারণায় অংশ নেয়া, বিধি বহির্ভূত প্রচারণা,মোবাইল কোর্ট পরিচালনা,নির্বাচনী সহিংসতা,বহিরাগতদের আনাগোনা ইত্যাদি বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করা হয়। এছাড়া সভায় মাদক নির্মূল,সদর হাসপাতালের বেহাল দশা,বেআইনী অস্ত্র উদ্ধার,সীমান্তে গরুর বিটের বিশৃঙ্খলা রোধ,জনপ্রতিনিধিদের নিজ এলাকায় অনুপস্থিতি ইত্যাদি বিষয়েও আলোচনা হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড.চিত্রলেখা নাজনীন,অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ###