কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চরম আকার ধারণ করায় থাইল্যান্ড তাদের সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন জারি করেছে। গত দুই দিন ধরে চলা সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে শুক্রবার (২৫ জুলাই) থেকে এই সামরিক আইন তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী।
থাই সেনাবাহিনীর চান্থাবুড়ি ও ত্রাত প্রদেশের সীমান্ত প্রতিরক্ষা কমান্ডের প্রধান জেনারেল আপিচার্ট সাপারসার্ট এক বিবৃতিতে বলেন, চান্থাবুড়ি প্রদেশের সাতটি জেলায ও ত্রাত প্রদেশের একটি জেলায় সামরিক আইন কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট অঞ্চলে সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা রক্ষার পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।
সামরিক আইনের পাশাপাশি কম্বোডিয়া সীমান্তবর্তী ছয়টি জাতীয় উদ্যান বা পার্ক খালি করার নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এসব এলাকা দ্রুত ছাড়তে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুই দেশের সেনারা সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে গোলাগুলিতে লিপ্ত হয়। শুক্রবার সকালেও সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে বলে থাই সেনাবাহিনী জানিয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই সীমান্ত পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
এদিকে, আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সামরিক আইন জারির এই সিদ্ধান্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে ও দুই দেশের সম্পর্ক আরও সংকটাপন্ন হতে পারে।
বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধানে না পৌঁছানো যায়, তবে এই সীমান্ত সংঘাত বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
সূত্র: আল জাজিরা
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন