রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন পেশাদার রেসলিংকে সারাবিশ্বে জনপ্রিয় করার অন্যতম পথিকৃৎ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পুলিশ জানিয়েছে, ক্লিয়ারওয়াটারে হোগানের বাড়ি থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে জরুরি সেবার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ক্লিয়ারওয়াটার পুলিশ বিভাগের মেজর নেট বার্নসাইড বলেন, তার মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু নেই।হাল্ক হোগানের আসল নাম টেরি বোলিয়া। ১৯৮৫ সালে প্রথম রেসলম্যানিয়াতে মেইন ইভেন্টে অংশ নিয়ে বিশ্ব রেসলিংয়ের মুখ হয়ে ওঠেন তিনি।
রেসলম্যানিয়া হলো যুক্তরাষ্ট্রের কোম্পানি ডব্লিউডব্লিউই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট) আয়োজিত একটি বার্ষিক পেশাদার রেসলিং প্রতিযোগিতা। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী পেশাদার রেসলিং ইভেন্টগুলোর একটি।
পেশাদার জীবনে অ্যান্ড্রে দ্য জায়ান্ট, র্যান্ডি স্যাভেজ ও দ্য রকের মতো কিংবদন্তিদের সঙ্গে লড়েছেন হাল্ক হোগান। তিনি ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করেন।
হোগান ২০০৫ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেম-এ অন্তর্ভুক্ত হন। ১৯৮০’র দশকে ‘হাল্কাম্যানিয়া’ সারা আমেরিকায় ঝড় তোলে। লাল-হলুদ পোশাক, পেশিবহুল বাহু এবং বর্ণাঢ্য উপস্থিতি দিয়ে তিনি হয়ে ওঠেন আমেরিকান সংস্কৃতির (পপ কালচার) প্রতীক।
পরবর্তীতে সিনেমা, টিভি অনুষ্ঠান ও ভিএইচ১ হুগান নোজ বেস্ট রিয়েলিটি শোতেও জায়গা করে নেন তিনি।
সাম্প্রতিক সময়ে হোগান রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন। একই সঙ্গে ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ নামে নতুন এক রেসলিং লিগের কমিশনার হন। এই লিগটি ‘আনস্ক্রিপ্টেড’ বা পূর্বনির্ধারিত নয়।
১৯৮৪ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে তিনি ‘রেসলম্যানিয়া’ যুগের সূচনা করেন। ১৯৮৭ সালে অ্যান্ড্রে দ্য জায়ান্টকে পরাজিত করা এবং র্যান্ডি স্যাভেজের সঙ্গে তার দ্বন্দ্ব রেসলিংয়ের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা। পরে ১৯৯৬ সালে তিনি নিজের ইমেজ বদলে ‘হলিউড হোগান’ রূপে ডব্লিউসিডব্লিউতে নতুন ফেস (চেহারা) নিয়ে আবির্ভূত হন।
আশ্চর্যজনক ক্যারিয়ার ও ক্যারিশমায় ভরপুর হোগান নিজেই একবার বলেছিলেন, আমি যেখানেই যাই, মানুষ এখনো আমাকে চ্যাম্পিয়ন বলেই দেখে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন